দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদী হত্যার প্রকৃত সংখ্যা কত? (নাৎসি বাহিনীর দ্বারা সমস্ত ইউরোপে কত সংখ্যক ইহুদী হত্যার স্বীকার হয়?)

হলোকাস্টের সময়, নাৎসি বাহিনীর দ্বারা সমস্ত ইউরোপে হত্যার স্বীকার হওয়া প্রকৃত ইহুদী নাগরিকের সংখ্যা কত? এ প্রশ্নটির উত্তর আমরা অনেকেই, বিভিন্নভাবে জানি। কেউ বলবে দুই- তৃতীয়াংশ, কেউ বলবে ৬০ লক্ষ, আবার এমনও উত্তর হতে পারে প্রকৃত মৃতের সংখ্যা অজানা।

আসলে এ প্রতিটা উত্তরই সঠিক। কিন্তু এ উত্তর গুলোর বাইরে কিছু সুনির্দিষ্ট পরিসংখ্যান রয়েছে, যা থেকে প্রকৃত ইহুদী নিধনের সংখ্যা সম্পর্কে ভাল ধারণা পাওয়া যেতে পারে। এবং এ সকর বিষয়গুলো নিয়েই আমাদের আজকের এ আর্টিকেলটি লেখা। 

হলোকাস্টের সময়, নাৎসিরা আনুমানিক প্রায় সাত মিলিয়ন ইহুদীকে হত্যা করেছিল (এর বেশি ছাড়া কম নয়)। এ সময় পুরো ইউরোপ জুড়ে বিভিন্ন ভাষায় কথা বলা এবং কিছুটা আলাদা সংস্কৃতি পালনকারী ইহুদীর বসবাস ছিল। তাদের মধ্যে কিছু ইহুদী ছিল অনেক ধন সম্পদের মালিক আবার কিছু ছিল বেশ দরিদ্র। অনেকেই ছিল আত্মহত্যা প্রবণ এবং ধর্মীয় ভাবে গোঁড়া ।

তবে তাদের মধ্যে সুবচেয়ে যে মিল ছিল তা হল, এরা প্রত্যেকেই প্রকৃত ইহুদিবাদের অনুসারী। তাদের সকলেরই কমপক্ষে একজন ইহুদি পিতামহ ছিল এবং সেটা অন্তত বলাই যায়।

নাৎসিরা ইহুদিদের তাদের বাসা থেকে বের করে দেয়া থেকে শুরু করে, তাদের ঘেঁটোতে জড়ো করা এবং তারপর তাদের নির্বাসন বা একটি মৃত্যু শিবিরে পাঠিয়ে মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত ক্ষান্ত হতো না। অনাহারে থেকে, রোগে ভুগে, অতিরিক্ত অমানুষিক কাজ করে, ফায়ারিং স্কোয়াডের স্বীকার হয়ে বা বিশাক্ত গ্যাসের কারণে বেশিরভাগ ইহুদী মারা গিয়েছিল।

মৃত্যুর পরে, তাদের মৃতদেহগুলকে হয় একটি গণকবরের মধ্যে ফেলে দেওয়া হতো অথবা পুড়িয়ে ফেলা হতো। অতি কষ্টের ব্যাপার হল, ক্যাম্প গুলোতে সারকমান্ডর কাজ করা ইহুদীদেরকেই পোড়া ছাই/ভশ্ম অপসারনের কাজে ব্যাবহার করা হতো। 

বিশ্ব ইতিহাসে এর আগে এত বড় আকারের সুপরিকল্পিত নিয়মতান্ত্রিক গণহত্যার ঘটনা কখনও ঘটেনি, যা হিটলারের নাৎসি বাহিনী হলোকাস্টের সময় পরিচালিত করেছিল।

হলোকাস্টের সময় ইহুদী হত্যার প্রাক্কলিত সংখ্যা

Holocaust_family
Holocaust_family

হলোকাস্টের সময় সারা ইউরোপ জুড়ে যে বিপুল সংখ্যক ইহুদীদের প্রাণ সংহার করা হয়, সে কারণে, প্রতিটি শিবিরে/ক্যাম্পে কতজন ইহুদী মারা গিয়েছিল সে সম্পর্কে নিশ্চিতভাবে কোন তথ্যই পাওয়া যায়নি এবং ইহুদীদের মৃত্যুর সংখ্যা নির্ধারণের জন্য যুদ্ধকালীন সময়ের কোন দলিলও নেই।

১৯৪২ থেকে ১৯৪৩ সালের মধ্যে নাৎসিরা ইহুদী নিধনের যে চূড়ান্ত সমাধানের লক্ষ্য স্থির করেছিল সেখান থেকেও তেমন কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।

১৯৪৩ সালে মিত্র বাহিনী বিশেষকরে যুক্তরাষ্ট্রের মাধ্যমে জার্মান সেনা কর্তৃপক্ষের কাছ থেকে মারা যাওয়া ইহুদীদের সংখ্যা সম্পর্কে তথ্য চাওয়া হয়ে ছিল, কিন্তু জার্মান এবং অক্ষ কর্তৃপক্ষ এটা অস্বীকার করে বিবৃতি দিয়েছিল যে তারা যুদ্ধে হেরে গেছে এবং এরকম গণনা চালিয়ে যাওয়ার সময় তাদের নেই।

এ সময়ের পরে  তারা মৃত ইহুদীদের দেহগুলকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া শুরু করে এবং গণহত্যার রেকর্ড পত্র এবং প্রমাণাদি ধ্বংস করতে থাকে।   

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম কর্তৃক সে সময়ে উদ্ধারকৃত নথি পত্রের (ধংসের পরেও কিছু প্রমান অবশিস্ট ছিল) উপর ভিত্তি করে একটি বেদনাদায়ক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে নাৎসি বাহিনীর স্থাপিত ৪২,০০০ কন্সেন্ট্রেশন শিবির এবং ঘেটো গুলো তদন্তের ভিত্তিতে প্রকাশিত একটি গবেষণায় মোট মৃত্যুর সংখ্যার একটি হিসাব প্রকাশ করা হয়।

এ প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে প্রায় ৭০ লক্ষের মতো ইহুদী সে সময় নিহত হয়েছিলো, পাশাপাশি, নাৎসিরা প্রায় ৫৭ লক্ষ অ-ইহুদি সোভিয়েত নাগরিককে হত্যা করেছিল, সেই সাথে প্রায় ৩০ লক্ষ অ-ইহুদি সোভিয়েত যুদ্ধবন্দীও হত্যার স্বীকার হন, ৩০০,০০০ সার্ব নাগরিক, বিভিন্ন প্রতিষ্ঠানে বসবাসরত আড়াই লাখ প্রতিবন্ধী মানুষ এবং প্রায় ৩০০,০০০ রোমা (জিপ্সি) এ সময় মারা যায় । যিহোবার সাক্ষি, সমকামী এবং জার্মান রাজনৈতিক বিরোধীদের একটি বড় সংখ্যা, তাও কমপক্ষে আরও ১,০০,০০ হতভাগ্য মানুষ এ হত্যাকাণ্ডের স্বীকার হন।

হলোকাস্টে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা আনুমানিক ১.৭ কোটি থেকে ২ কোটির মধ্যে।

নিচে একটি চার্ট দেয়া হয়েছে, সেখান থেকেই আপনারা খুব ভালভাবেই অনুমান করতে পারবেন ২য় বিশ্ব যুদ্ধের পূর্বে এবং যুদ্ধ পরবর্তী ইহুদীদের সংখ্যা আসলে কেমন হয়েছিলো। 

দেশ ২য় বিশ্ব যুদ্ধের পূর্বে ইহুদী জনসংখ্যা ২য় বিশ্ব যুদ্ধে নিহত ইহুদীর সংখ্যা
আলবেনিয়া ২০০ অজানা
অষ্ট্রিয়া ১,৮৫,০০০ ৬৫,৫০০
বেলজিয়াম ৯০,০০০ ২৫,০০০
বুল্গেরিয়া ৫০,০০০ অজানা
চেকোস্লোভাকিয়া ৭,০৯,০০০ ৫,৯০,০০০
ডেনমার্ক ৭,৫০০ ৮০
এস্তনিয়া ৪,৫০০ ১,০০০
ফ্রান্স ৩,১৫,০০০ ৭৪,০০০
জার্মানি ২,৭৩,০০০ ১,৬৫,০০০
গ্রিস ৭২,০০০ ৬৯,০০০
হাঙ্গেরি ৮,২৫,০০০ ৫,৬০,০০০
ইতালি ১,০০,০০০ ৮,০০০
লাটভিয়া ৯৩,৫০০ ৭০,০০০
লিথুয়ানিয়া ১,৫৩,০০০ ১,৩০,০০০
লুক্সেমবার্গ ৪,০০০ ১,২০০
নেদারল্যান্ড ১,৪০,০০০ ১,০০,০০০
নরওয়ে ১,৮০০ ৭৬০
পোল্যান্ড ৩৩,৫০,০০০ ৩০,০০,০০০
রোমানিয়া ১০,৭০,০০০ ৪,৮০,০০০
সোভিয়েত ইউনিয়ন ৩০,৩০,০০০ ১৩,৪০,০০০
যুগোস্লাভিয়া ২,০৩,৫০০ ১,৬৪,৫০০
মোট সংখ্যা = ১,০৬,৪১,৮০০ ৬৮,৪৪,০৪০

এতদসত্তেও, ২য় বিশ্ব যুদ্ধে নিহত ইহুদীদের সংখ্যা প্রকৃতপক্ষে কত ছিল, সে বিষয়ে এখনো বিভিন্ন গবেষণা পরিচালিত হচ্ছে। তবে, মৃতের সংখ্যা গণনার চেয়ে সে সময়কার বিভীষিকা এখনো আমাদের মনে ভীতি জাগায়। আমরা যারা ইতিহাস ভালবাসি তারা হয়তো এমন ইতিহাস ঘাটতে খুব একটা চাইনা।

২য় বিশ্ব যুদ্ধে বেঁচে যাওয়া ইহুদীদের পরিনতি সম্পর্কে লেখাটি এখানে ক্লিক করে পড়তে পারেন।

 

 

তথ্যসুত্রঃ- https://www.history.com/topics/world-war-ii/the-holocaust

https://en.wikipedia.org/wiki/The_Holocaust

https://www.throughtco.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top