জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় শহর (biggest city in the world by population)

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম শহর (biggest city in the world by population) কোনটি বলুন তো? একটু মাথা খাটালেই এটা যে জাপানের রাজধানী টোকিও হবে সেটা স্বাভাবিক ভাবেই বলা যায়। কিন্তু যদি আমরা বিশ্বের বড় বড় কিছু শহরের নাম বলতে চাই, তবে আমাদের একটু ভাবতে হবে। অবশ্যই বিষয়টি সম্পর্কে মনে দ্বিধা থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়।

জনসংখ্যা ভিত্তিক বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এবং জাতিসংঘের জনসংখ্যা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা বেশ কিছু বড় শহরের তালিকা তৈরি করেছি, যা নিচের আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেস্টা করব।

এছাড়াও ভবিষ্যতে শহরগুলর চেহারা কেমন হতে পারে সে বিষয়ে একটা ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে এখানে।

আপনি হয়তো শুনে থাকবেন ভবিষ্যতে (২০৩০ সালের মধ্যে) শীর্ষ ৩০ টি শহরের  জনসংখ্যা পরিস্থিতি কেমন হতে পারে, সে সম্পর্কে জাতিসঙ্ঘ তাদের সমীক্ষায় একটি পূর্বাভাস দিয়েছে।

সাম্প্রতি প্রকাশিত তালিকায় পেরুর রাজধানী লিমা রয়েছে ৩১ নম্বরে, কিন্তু ২০৩০ সালে এটা ৩০ নম্বরে চলে আসতে পারে। বর্তমান তালিকাতে ভারতের ৫টি শহর স্থান পেলেও ২০৩০ সালের মধ্যে এর সংখ্যা ছয়টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ হায়দ্রাবাদের ক্রমবর্ধমান জনসংখ্যার বিচারে শরটি এ তালিকায় যোগ হতে পাবে।

জাতিসংঘ এ তালিকাটি প্রস্তুতের সময় বর্তমান সময়ের কিছু বিষয় বিবেচনা করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে ঠিকই, তবে এ বিষয়টি পুংখানুপুংখ ভাবে সত্যি নাও হতে পারে কারন, প্রতিনিয়ত প্রতিটি শহরের জনসংখ্যার পরিবর্তন ঘটছে। 

প্রিয় পাঠক, পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা আমাদের জন্য এক প্রকার হুমকি স্বরূপ। আপনি হয়তো খেয়াল করে থাকবেন, এখন আমরা অনেক বেশি প্রতিকূলতার মুখোমুখি হচ্ছি অতীতের তুলনায়। নতুন নতুন রোগ, বাসস্থান সমস্যা, কতিপয় দেশ ব্যাতিত সার্বিক প্রেক্ষাপটে খাদ্য উৎপাদনে ঘাটতি, বাজার পরিস্থিতির অবনতি সহ, প্রায় প্রতিটা ক্ষেত্রেই যে সমস্যা গুলো তৈরি হচ্ছে তা এ অতিরিক্ত জনসংখ্যার কারনেই।

এটা হয়তো সত্যি যে উন্নত দেশগুলো ভালো আছে, কিন্তু আমরা অবশ্যই মুস্টিমেয় কিছু দেশকে দিয়ে সারা পৃথিবীর বিচার করতে পারিনা। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় আজ এটা না। চলুন দেখে আসি জাতিসংঘের জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম শহর (biggest city in the world by population) সম্পর্কিত প্রতিবেদন কি বলছে আর আমরা কি খুঁজে পেয়েছি। 

 

১। টোকিও, জাপান (Tokyo, Japan)।

টোকিও শহরের বর্তমান জনসংখ্যা ৩,৮১,৪০,০০০ (তিন কোটি একাশি লক্ষ চল্লিশ হাজার)। জনসংখ্যায় শীর্ষ এ শহরটি আশা করা যায় অনেক দিন তাদের প্রথম স্থান ধরে রাখবে। ক্রমহ্রাসমান উৎপাদন হারের ফলে ২০১৬ সাল থেকেই এ শহরের জনসংখ্যা কমছে, তা সত্তেও ২০৩০ সালে এ জনসংখ্যা বর্তমান সংখ্যার আশেপাশেই থাকবে বলেই ধারনা করা হচ্ছে।

 

২। দিল্লি, ভারত (Delhi, India)।

জনসংখ্যার বিচারে ২য় স্থানে থাকা শহরটির নাম দিল্লি। এর জনসংখ্যা ২,৬৪,৫৪,০০০ (দুই কোটি চৌষট্টি লক্ষ চুয়ান্ন হাজার)। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা ১ কোটি বাড়তে পারে এবং জনসংখ্যা ৩,৬০,৬০,০০০ তে পৌঁছাবে বলে ধারনা করা হচ্ছে, তবে এ শহরটি  ২য় স্থানেই থাকছে।

 

৩। সাংহাই, চীন (Shanghai, China)।

চিনের সাংহাই তে প্রযুক্তিগত বিপ্লবের পর থেকেই মূলত এখানকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সাংহাইয়ের বর্তমান জনসংখ্যা প্রায় ২,৪৪,৮৪,০০০ জন (দুই কোটি চুয়াল্লিশ লক্ষ চুরাশি হাজার)। ২০৩০ সালে সাংহাইয়ের আনুমানিক জনসংখ্যা ৩,০৭,৫১,০০০ জনে দাঁড়াবে।

 

৪। মুম্বই, ভারত (Mumbai, India)।

ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বই, জনসংখ্যায় বর্তমানে ৪র্থ। লক্ষ্য করুন সেরা ৫ টি শহরের দুইটি কিন্তু ভারতে অবস্থিত। বর্তমানে মুম্বই এর জনসংখ্যা ২,১৩,৫৭,০০০ জন (দুই কোটি তের লক্ষ সাতান্ন হাজার)। ২০৩০ সালে ৪র্থ স্থানটি ধরে রেখেই এর জনসংখ্যা হতে পারে ২,৭৭,৯৭০০০ জন।

 

৫। সাও পাওলো, ব্রাজিল (São Paulo, Brazil)।

ব্রাজিলের সাও পাওলো শহরটি জনসংখ্যার দিক দিয়ে ৫ম স্থানে অবস্থান করছে। এর বর্তমান জনসংখ্যা ২,১২,৯৭,০০০ (দুই কোটি বার লক্ষ সাতানব্বই হাজার) জন এবং জাতিসংঘের জরিপে ২০৩০ সালে এ শহরের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ২,৩৪,৪৫,০০০ জনে। অদ্ভুত ব্যাপার হল ২০৩০ সালে এর অবস্থান হবে ১১ তম।

 

৬। বেইজিং, চীন (Beijing, China)।

চীনের রাজধানী শহর বেইজিং। শহরটির বর্তমান জনসংখ্যা প্রায় ২,১২,৪১,০০০ (দুই কোটি বার লক্ষ একচল্লিশ হাজার) জন। ২০৩০ সালে এ সংখ্যা হবে ২,৭৭,০৬০০০ জন এবং দেশটির জনসংখ্যা বর্তমানে হ্রাস পেতে শুরু করলেও ২০৩০ সালে এটি এক ধাপ এগিয়ে ৫ম স্থানে আসবে।

 

৭। মেক্সিকো সিটি, মেক্সিকো (Mexico City, Mexico)।

মেক্সিকো সিটি, মেক্সিকোর রাজধানী শহর। শরটির বর্তমান জনসংখ্যা ২,১১,৫৭,০০০ (দুই কোটি এগার লক্ষ সাতান্ন হাজার) জন। ২০৩০ সালে এ শহরটি সমগ্র আমেরিকা মহাদেশের মধ্যে ১ম স্থানে চলে আসবে মনে করা হচ্ছে। এ সময় এর জনসংখ্যা দাঁড়াবে ২,৩৮,৬৫,০০০ জন।

 

৮। ওসাকা, জাপান (Osaka, Japan)।

বর্তমানে জাপানের জনসংখ্যা কমলেও এ শহরটি বৃহত্তম শহরের তালিকায় ৮ম স্থানে রয়েছে। শহরটির জনসংখ্যা ২,০৩,৩৭,০০০ (দুই কোটি তিন লক্ষ সাইত্রিশ হাজার) জন। ২০৩০ সালে ওসাকার আনুমানিক সংখ্যা ১,৯৯,৭৬,০০০ জন হবে বলে ধারণা করা হচ্ছে।

 

৯। কায়রো, মিশর (Kairo, Egipt)।

মিশরের রাজধানী কায়রোর জনসংখ্যা ১,৯১,২৮,০০০ (এক কোটি একানব্বই লক্ষ আঠাশ হাজার) জন। মিশরের রাজধানী কায়রো হাজার বছর ধরে একটি প্রধান শহরের তালিকায় রয়েছে। ২০৩০ সালে এখানে সম্ভাব্য জনসংখ্যা হবে  ২,৪্‌০২,০০০ জন এবং জনসংখ্যার তালিকায় শীর্ষ দশে থাকবে বলে ধারনা করা হচ্ছে।

 

১০। নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র (New York, USA)।

নিউ ইয়র্ক এর জনসংখ্যা বর্তমানে ১,৮৬,০৪,০০০ (এক কোটি ছিয়াশি লক্ষ চার হাজার) জন। ২০৩০ সালে এর জনসংখ্যা হতে পারে ১,৯৮,৮৬,০০০ জন। তবে শীর্ষ ১০ থেকে এ শহরটির ছিটকে যাবার সম্ভাবনা রয়েছে।

 

১১। ঢাকা, বাংলাদেশ (Dhaka, Bangladesh)।

বাংলাদেশের রাজধানী শহর, ঢাকা। বর্তমানে ঢাকার জনসংখ্যা ১,৮২,৩৭,০০০ (এক কোটি বিরাশি লক্ষ সাইত্রিশ হাজার) জন। ২০৩০ সাল নাগাদ এ জনসংখ্যা ২,৭৩,৭৪,০০০ এ উন্নিত হতে পারে, এবং জনসংখ্যার ভিত্তিতে শীর্ষ শহরগুলির তালিকায় ৬ নম্বরে উঠে আসবে বলে ধারনা করা হচ্ছে।

 

১২। করাচি, পাকিস্তান (Korachi, Pakistan)।

পাকিস্তানের অন্যতম বড় শহর করাচি। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের ১২ তম। শহরটির বর্তমান জনসংখ্যা ১,৭১,১২,০০০ (এক কোটি একাত্তর লক্ষ বার হাজার) জন। করাচীর জনসংখ্যা ২০৩০ সালে ২,৪৮,৩৮,০০০ জনে উন্নিত হওয়ার পাশাপাশি ৭ম স্থানে থাকবে বলে মনে করা হচ্ছে।

 

১৩। বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (Buyens ayrs, Argentina)।

বুয়েনস আইরেস এর জনসংখ্যা বর্তমানে ১,৫৩,৩৪,০০০ (এক কোটি তিপ্পান্ন লক্ষ চৌত্রিশ হাজার) জন। এ শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাওয়ায় ২০৩০ সাল নাগাদ এ শহরের জনসংখ্যা দাঁড়াবে ১,৬৯,৯৬,০০০ জনে।

বিশ্বের দ্রুত বর্ধমান শহরগুলির চেয়ে জনসংখ্যা বৃদ্ধি ধীর হয়ে যাবার কারনে শীর্ষ তালিকায় কিছুটা জায়গা হারাবে এবং শহরটির ১৮ নম্বরে নেমে যাবার সম্ভাবনা রয়েছে।

 

১৪। কলকাতা, ভারত (Kolkata, India)।

কোলকাতাকে পশ্চিমবঙ্গের রাজধানী বলা হয় এবং এটি এক সময় ভারতের রাজধানী ছিল। কলকাতার বর্তমান জনসংখ্যা ১,৪৯,৮০,০০০ (এক কোটি উনিপঞ্চাশ লক্ষ আশি হাজার) জন। ২০৩০ সাল নাগাদ কলকাতার জনসংখ্যা দাঁড়াবে ১,৯০,৯২,০০০ জনে। 

 

১৫। ইস্তাম্বুল, তুরস্ক (Istanbul, Turosko)।

ইস্তাম্বুল শহরের বর্তমান জনসংখ্যা ১,৪৩,৬৫,০০০ (এক কোটি তেতাল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার) জন। তুরস্কের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে ২.০২ শতাংশ থাকলেও ২০৩০ সাল নাগাদ এটি ১.৮৮ শতাংশে নেমে আসতে পারে এবং ইস্তাম্বুলের জনসংখ্যা এ সময় দাঁড়াবে ১,৬৬,৯৪,০০০ জন।

 

১৬। চংকিং, চীন (Congking, China)।

বৃহত্তম নগরীর তালিকায় ভারতের ৫টি শহরের পাশাপাশি, চীনের ছয়টি শহরের অবস্থান রয়েছে। চংকিং শহরটি দক্ষিণ-পশ্চিম চীনের একটি প্রধান শহর। ২০১৩ সালের পর থেকে চীনের এ অঞ্চলের লোকজন শহরমুখি হবার কারনে চংকিং শহরের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে।

বর্তমানে এ শহরের জনসংখ্যা ১,৩৭,৪৪,০০০ (এক কোটি সাইত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার) এর বেশি। ২০৩০ সাল নাগাদ এটা বেড়ে ১,৭৩,৮০,০০০ হবার সম্ভাবনা রয়েছে।

 

১৭। লাগোস, নাইজেরিয়া (Lagos, Nijeriya)।

আফ্রিকার দেশ নাইজেরিয়ার রাজধানী লাগোস। জনসংখ্যার দিক দিয়ে নাইজেরিয়া বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ গুলোর মধ্যে অন্যতম।

সাধারণত আপরিকল্পিত জীবন ধারা এবং পরিবার পরিকল্পনা সেবাগুলো ব্যাবহারে অনিহার কারনে এ অঞ্চলে জনসংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে এ সংখ্যা ১,৩৬,৬১,০০০ হলেও ২০৩০ সাল নাগাদ ২,৪২,৪০,০০০ ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। যা শহরটিকে শীর্ষ ১০ এ নিয়ে আসবে এবং এক প্রকার নিশ্চিত।

 

১৮। ম্যানিলা, ফিলিপাইন (Manila, Philipine)।

ফিলিপাইন ২০১৭ সালে বিশ্ব জনসংখ্যার তালিকার ১৩ নম্বরে ছিল। বর্তমানে এর জনসংখ্যা ১,৩১,৩১,০০০ (এক কোটি একত্রিশ লক্ষ একত্রিশ হাজার) জন। ২০৩০ সালে এ সংখ্যা হবে ১,৬৭্‌৫৬,০০০ জন।

 

১৯। গুয়াংজু, চীন (Gunaju, China)।

চীনের এক সন্তান নীতি গ্রহনের পর থেকে দেশটির জনসংখ্যা কমতে শুরু করেছে। তা সত্তেও এ দেশের কয়েকটি শহর জনসংখ্যার শীর্ষ রাংকিং এ অবস্থান করছে।  গুয়াংজু ঠিক এমনই একটি শহর। বর্তমানে শরটির জনসংখ্যা ১,৩০,৭০,০০০ (এক কোটি ত্রিশ লক্ষ সত্তর হাজার) জন। যা ২০৩০ সালে বেড়ে ১,৭৫,৭৪,০০০ জনে দাড়াতে পারে।

 

২০। রিও ডি জেনিরো, ব্রাজিল (Rio De Janeiro, Brazil)।

তালিকার ২০ তম স্থানে রয়েছে ব্রাজিলের রাজধানী শহর রিও ডি জেনিরো এর নাম। বর্তমানে এ শহরটির জনসংখ্যা ১,২৯,৮১,০০০ (এক কোটি উনত্রিশ লক্ষ একাশি হাজার) জন। ২০৩০ সালে ১,৪১,৭৪,০০০ জনে জনসংখ্যা উন্নিত হবার ভবিষৎবাণী করা হয়েছে।

 

উপরের তালিকা থেকে অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে। তবে আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না যে, জনসংখ্যার বিষয়টি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ২০৩০ সালের যে জরিপ দেখান হয়েছে, তা স্বভাবতই বর্তমান অবস্থার নিরিখে করা জরিপ। ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ বলতে পারি না। কোন স্থান, বা দেশের তাৎক্ষনিক সিদ্ধান্তে অনেক পরিবর্তনই ঘটে যাওয়া সম্ভব, এবং ঘটছেও। 

 

 

তথ্যসুত্রঃ- https://www.thoughtco.com/the-largest-cities-in-the-world-4163437

https://population.un.org/wup/DataQuery/

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top