আপনাকে এমন একটা প্রশ্ন যদি করা হয়, যে বলুতো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আপনি সহজেই হয়তো উত্তরটা দিয়ে দিবেন “এটি সহজ: এশিয়া”। এশিয়া মহাদেশ, আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মহাদেশ।
তবে অন্যান্য মহাদেশগুলি সম্পর্কে জানতে চাইলে একটু হয়তো ভাববেন, কী বলা যায়? আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা? আসলে এ সব ভাবনা এবং বিভিন্ন প্রশ্ন গুলো আমাদের মাথাতে যখন আসে তখনই আমরা নতুন কিছু জানার চেষ্টা করি এবং জানতে পারি। তো চলুন এখনই জেনে আসি মহাদেশগুলির সীমানা এবং জনসংখ্যা কি অবস্থায় রয়েছে সে সম্পর্কে?
১। এশিয়া (Asia)।
বৃহত্তম মহাদেশের নাম, এশিয়া। এ মহাদেশের আয়তন ১,৭১,৩৯,৪৪৫ বর্গ মাইল বা (৪,৪৩,৯১,১৬২ বর্গকিলোমিটার)। মূলত এ মহাদেশের আয়তন এবং এর অন্তর্ভুক্ত দেশগুলোর জনসংখ্যা, বিশেষকরে দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলোর কারনে এশিয়া মহাদেশ হিসেবে শীর্ষ স্থানে রয়েছে।
পৃথিবীর মোট জনসংখ্যা যেখানে ৭.৬ বিলিয়ন, সেখানে ৪.৪৩ বিলিয়ন মানুষ এশিয়াতেই বসবাস করছে। শুধুমাত্র এ বিষয় গুলোই এশিয়াকে শ্রেষ্ঠ করেনি, এ মহাদেশের শীর্ষ বিন্দু মাউন্ট এভারেস্ট ২৯,০৩৫ ফুট উচ্চতা নিয়ে স-গর্বে এশিয়ার বুকে দাড়িয়ে আছে। তাছাড়া পৃথিবীর গভীরতম স্থান (মারিয়ানা ট্রেন্স), এশিয়া মহাদেশেই রয়েছে।
২। আফ্রিকা (Africa)।
পৃথিবীর ২য় বৃহত্তম মহাদেশ, আফ্রিকা। আফ্রিকা মহাদেশের আয়তন ১,১৬,৬৭,২৩৯ বর্গ মাইল বা (৩,০২,৪৪,০৪৯ বর্গ কিলোমিটার)। এ মহাদেশ জনসংখ্যা এবং আয়তন উভয় দিক দিয়েই ২য় স্থানে আছে। এর জনসংখ্যা ১,২১,৬১,৩০,০০০ জন।
মহাদেশের গর্ব করার মতো রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদ- নীল নদ। এটি সুদান থেকে শুরু হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এবং এর দৈর্ঘ্য ৪,২৫৮ মাইল।
৩। উত্তর আমেরিকা (North America)।
উত্তর আমেরিকা ৩য় বৃহত্তম মহাদেশ। তবে আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে এ মহাদেশটির অবস্থান ভিন্ন। আয়তনে ৩য় স্থানে থাকলেও, জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকায়, জনসংখ্যা তেমন বাড়ছে না ফলে, জনসংখ্যার দিকদিয়ে এটি চতুর্থ স্থানে রয়েছে এবং এর জনসংখ্যা নির্ণয় করা হয়েছে ৫৭,৯০,২৪,০০০ জন।
৪। দক্ষিণ আমেরিকা (South America)।
বিশ্বের ৪র্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার মতো আয়তন এবং জনসংখ্যার দিক দিয়েও এ মহাদেশটির অবস্থানে ভিন্নতা রয়েছে। আয়তনে ৪র্থ স্থানে থাকলেও, জনসংখ্যার দিক দিয়ে এ মহাদেশ ৫ম, এবং এর জনসংখ্যা নির্ণয় করা হয়েছে ৪২,২৫,৩৫,০০০ জন।
তবে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহৎ শহর গুলোর তালিকায় এটি ৪র্থ স্থানে রয়েছে। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা রয়েছে দক্ষিণ আমেরিকায়। ভেনিজুয়েলা থেকে চিলির দক্ষিণে অ্যান্ডিস পর্বতমালার প্রসার প্রায় ৪,৩০০ মাইল। এছাড়া, সবচেয়ে বড় রেইন ফরেস্ট “আমাজন” বন এ মহাদেশের ৯ টি দেশের মধ্য দিয়ে বিদ্যমান।
৫। অ্যান্টার্কটিকা (Antarctica)।
অন্যান্য মহাদেশগুলোর তুলনায় অ্যান্টার্কটিকা মহাদেশকে প্রায় জনমানবহীন বলা যেতেই পারে। আয়তনে এ মহাদেশটি ৫ম স্থানে রয়েছে। এর আয়তন প্রায় ৫৫,০০,০০০ বর্গ মাইল বা (১৪,২৪৫,০০০ বর্গকিলোমিটার)।
মূলত সারা পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণকারী (প্রভাব বিস্তারকারী) এ মহাদেশে সময়ের সাথে সাথে জলবায়ুর বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয়। গ্রীষ্মে ৪,০০০ জন এবং শীতে ১,০০০ গবেষক এবং কর্মী সেখানে বাস করেন। এর বাইরে কোন জনসংখ্যা এখানে দেখা যায় না, এবং সেটা সম্ভবও নয়।
৬। ইউরোপ (Europe)।
ইউরোপ মহাদেশ আয়তনে ৬ নম্বরে থাকলেও এর জনসংখ্যার দিক দিয়ে ৩য় স্থানে আছে। ইউরোপের আয়তন ৩৯,৯৭,৯২৯ বর্গ মাইল বা (১,০৩,৫৪,৬৩৬ বর্গকিলোমিটার)। এবং মোট জনসংখ্যা ৭৩,৮৮,৪৯,০০০ জন।
ইউরোপের বড় গর্বের বিষয় হল এর প্রাকৃতিক সৌন্দর্য। এবং বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশের দাবী রাখে এ মহাদেশ। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, আয়তন ৬৬ লক্ষ বর্গমাইল, এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। যার আয়তন মাত্র ১০৯ একর।
৭। অস্ট্রেলিয়া (Australia)।
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া, যার আয়তন ২৯.৬৭,৯০৯ বর্গ মাইল (৭৬,৮৬,৮৮৪ বর্গ কিলোমিটার)। অস্ট্রেলিয়া সবচেয়ে ছোট মহাদেশ হতে পারে তবে অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। মহাদেশের প্রায় ১০ শতাংশ বাসযোগ্য। এর জনসংখ্যা ২,২৯,৯২,৬৫৪ জন। এ জনসংখ্যার বেশিরভাগ অংশ উপকূলের শহর অঞ্চলে বাস করে।
তথ্যসূত্রঃ- https://en.wikipedia.org/wiki/
https://www.throughtco.com